BREAKING NEWS

বুধবার, ৮ মে, ২০১৩

শহীদ আনোয়ার জাহিদের জানাযা সম্পন্ন ...


হাজারো হাজারো মুসল্লি , হেফাজতনেতাকর্মি এবং আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রসহ সর্বস্তরের মানুষের উপস্থিতির মধ্যদিয়ে সমাপ্ত হলো শহীদ আনোয়ার জাহিদের জানাযা । আজ দুপুর ২-৩০ টায় সিলেট নগরস্থ হুমায়ুন রশীদ চত্বরের নিকটস্থ পাঠানপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় এ জানাযা । হেফাজতের নেতারা আলিয়া ময়দানে জানাযার কথা বললেও পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি । জানাযায় শরীক হন সিলেট জেলা হেফাজতের সভাপতি শায়খুল মুহিব্বুল হক গাছবাড়ি , রেঙ্গা মাদ্রাসার মুহতামিম হেফাজতনেতা মাওলানা মুহিউল ইসলাম বুরহান , প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমাদ , হেফাজতনেতা মাওলানা রেজাউল করিম জালালি , জামেয়া দারুল হুদার শায়খুল হাদীস মাওলানা খাইরুল ইসলাম বড়লেখি , হেফাজতনেতা মাওলানা মুসতাক আহমদ খান , গহরপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু , দারুল হুদার শিক্ষাসচিব মাওলানা আবদুল মুকিত জালালাবাদি সহ দরগাহ মাদ্রাসা , রেঙ্গা মাদ্রাসা , কাজিরবাজার মাদ্রাসা , ভার্থখলা মাদ্রাসা , নয়াসড়ক মাদ্রাসা , দারুসসালাম মাদ্রাসা , দারুল হদা মাদ্রাসা , গহরপুর মাদ্রাসা , সুলতানপুর মাদ্রাসা সহ নগরের ভেতর , আশপাশ এবং দুর-দুরান্তের মাদ্রাসার ছাত্র-শিক্ষক গণ । নামাযের একঘন্টা পুর্ব পর্যন্ত তুমুল বৃষ্টি থাকলেও নামায চলাকালে কোনো বৃষ্টি ছিল না । দারুসসালাম মাদ্রাসার মুহতামিম মুফতি ওলিউর রহমান সাহেবের ইমামতির মধ্য দিয়ে শেষ হয় এ জানাযার নামায ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন