BREAKING NEWS

বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৩

বাদ জুমা সারা দেশের মসজিদ থেকে প্রতিবাদ মিছিলের কর্মসূচি বেফাকের


আগামীকাল বাদ জুমা সারা দেশের মসজিদ থেকে প্রতিবাদ মিছিলের কর্মসূচি বেফাকের

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কওমী মাদরাসা বোর্ড (বেফাক) নেতৃবৃন্দ ব্লগারদের দ্বারা রাসূল (সা:) অবমাননার ও সকল ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের দাবীর প্রতিবাদে বেফাক অচিরেই বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। বৃহত্তর কর্মসূচি ঘোষণার প্রস্তুতি হিসেবে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদ থেকে প্রতিবাদ মিছিল বের করার কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচি ঘোষণা করে সরকারের কাছে ৪ দফা দাবী উত্থাপন করে বেফাক নেতৃবৃন্দ বলেছেন, এ দাবীসমূহ অবিলম্বে মেনে নেয়া না হলে বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বেফাক সহ-সভাপতি আল্লামা নুর হোসাইন কাশেমির সভাপতিত্বে মাদ্রাসা প্রতিনিধিদের সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে সংসদে রাজীবের জন্য সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের নিন্দা করে তা প্রত্যাহারের দাবি করা হয়। ফেকারের চার দাবি হলো : সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। আল্লাহ, রাসূল, কুরআন, দাড়ি-টুপি, পর্দা-হিজাব প্রভৃতি ইসলামী প্রতীক অবমাননার মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ। প্রকাশ্য রাজপথে দাড়ি টুপিধারী পথচারীকে অপমান করার সাথে জড়িতদের গ্রেফতার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। বাংলাদেশের যে কোন জায়গায় তৌহিদী জনতার গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও গণঅবস্থানের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ না করা। বৈঠকে বক্তব্য রাখেন, বেফাকের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, মহাসচিব, মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার, সহকারী মহাসচিব, মাওলানা মাহফুজুল হক, মোহাম্মদপুরের মাওলানা আবুল কালাম, প্রচার সম্পাদক মাওলানা মুনিরুজ্জামান, মাওলানা আব্দুর রব ইউসুফি, জামিয়া কারিমিয়ার মাওলানা মকবুল হোসাইন, বেফাক সদস্য মাওলানা আবু মুসা প্রমুখ।
খেলাফত আন্দোলন
এছাড়া খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আহমদ উল্লাহ আশরাফ গতকাল বিভিন্ন ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে জুমার নামাজের পর প্রতিবাদ মিছিল করার আহ্বান জানিয়েছেন।ক্লিক করুন
তথ্য সুত্র:দৈনিক ইনকিলাব


breaking news

breaking news      করুনক্যাপশন যুক্ত করুন

নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবীতে হোফজতে ইসলাম বাংলাদেশ এর দেশব্যাপি কর্মসূচী

আল্লাহ, রাসূল স. ও কোরআন নিয়ে অশ্লীল ও বিকৃত ভাষায় কটাক্ষকারী নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবীতে হোফজতে ইসলাম বাংলাদেশ এর দেশব্যাপি কর্মসূচী । আগামী শুক্রবার দেশের প্রতিটি মসজিদ হতে । বিক্ষোভ মিছিল সফল করুন। 





বিক্ষোভ মিছিল সফল করুন



আল্লাহ, রাসূল স. ও কোরআন নিয়ে অশ্লীল ও বিকৃত ভাষায় কটাক্ষকারী নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবীতে হোফজতে ইসলাম বাংলাদেশ এর দেশব্যাপি কর্মসূচী । আগামী শুক্রবার দেশের প্রতিটি মসজিদ হতে । বিক্ষোভ মিছিল সফল করুন।