BREAKING NEWS

শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৩

বাংলাদেশে পাবনায় জামায়াত-পুলিশ সংঘর্ষে দুইজন নিহত



হরতালের সমর্থনে জামায়াতে ইসলামীর কর্মীরা আজ সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়কসহ বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় পুলিশ তাদের অবরোধ তুলে নিতে বলে। এক পর্যায়ে বিভিন্ন স্থানে পুলিশ জামায়াতে ইসলামীর কর্মীদের উপর হামলা চালালে আত্নরক্ষার্থে জামাতকর্মী ইট পাকটেল ছুড়েছে বলে স্থানিয় লোকজন বলছেন। পুলিশের গুলিতে দুইজন জামায়াত ইসলামীর কর্মীরা নিহত হয়েছেন
গতকাল শুক্রবার জেলা জামায়াতের কার্যালয়সহ বেশকিছু প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে।
গতকাল শুক্রবার কয়েকটি ইসলামপন্থী দল এবং সংগঠনের ডাকা বিক্ষোভের সময় বাংলাদেশের বিভিন্ন জেলা এবং শহরে যে শান্তিপূর্ণ্ বিক্ষোভ হয়েছিল, সেখানে পুলিশের হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। তার পরদিনই আজ পাবনায় আবারও দুইজন নিহত হলো। আগামি রবিবার সাড়াদেশ সকাল সন্ধা হরতাল ডাকা হয়েছে।