BREAKING NEWS

বুধবার, ৬ মার্চ, ২০১৩

বিএনপির বিক্ষোভ সমাবেশ পন্ডু করে দিয়েছে

রাজধানীতে প্রধান বিরোধী দল বিএনপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণ, পুলিশের গুলির পর দলটির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে। কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন। পুলিশ বলছে, জামায়াত এই হামলা চালিয়েছে। হামলার জন্যে সরকারকে দায়ী করে বিএনপি বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে

বোমা ও গুলিতে বিএনপির সমাবেশ পন্ডু

রাজধানী ঢাকার নয়া পল্টনে প্রধান বিরোধী দল বিএনপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণ, পুলিশের গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ার পর দলটির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে। বিএনপি বলছে, এসময় কয়েকজন কেন্দ্রীয় নেতাও আহত হয়েছেন। পুলিশ বলছে, জামায়ত শিবির পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এর প্রতিবাদে বিএনপি বৃহষ্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে:

বাদ জুমা বিক্ষোভের আহ্ববান


শুক্রবার বাদ জুমা বিক্ষোভের আহ্বান -
মহানবী সা:কে ধর্মনিরুপেক্ষআখ্যায়িত করা ইসলাম বিকৃতির শামিল
:
আল্লামা আহমদ শফী

জাতী সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা করতে গিয়ে মাঈনুদ্দিন খান বাদল ও সেলিম ওসমান মহানবীকে ধর্মনিরপে আখ্যায়িত করা ছাড়াও মদিনা রাষ্ট্র, রাষ্ট্রদ্রোহী ও চুক্তি লঙ্ঘনকারী ইহুদি গোত্র বনু কুরাইজার ৬০০ লোককে মৃত্যুদণ্ড দেয়া ইত্যাদি প্রসঙ্গে কিছু বিকৃত কথা বলেছেন, যা এক দিকে ইসলাম বিকৃতি, অন্য দিকে যথেষ্ট বিভ্রান্তিকর মন্তব্য করে এ বক্তব্য প্রত্যাখ্যান ও এর প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বেফাকুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী।
সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা শাহ আহমদ শফী আরো বলেন, মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা: আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থা ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরিত নবী। পবিত্র কুরআনে আল্লাহ ইসলামকেই একমাত্র মনোনীত ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা বলে ঘোষণা দিয়েছেন। ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ অবলম্বনকারী ব্যক্তি হেদায়েতপ্রাপ্ত বা সত্যপথ অনুগামী নয় বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। ইসলামের প্রবর্তক মহানবী সা: যদি ধর্মনিরপেই হন, তাহলে তিনি ইসলাম ধর্মের নবী হন কী করে? মনে রাখা উচিত, ইসলামে যেকোনো নাগরিকের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত; তবে এর অর্থ ইসলাম বা ইসলামের প্রবর্তক মহানবীকে ধর্মনিরপে আখ্যায়িত করা নয়। এতে ইসলামের স্বরূপ সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস লণীয়। তিনি আরো বলেন, যেসব বিষয়ে মতামত দেয়ার এখতিয়ার বিশেষজ্ঞ আলেম ও ইসলাম সম্পর্কে স্বীকৃত গবেষকদের জন্য শোভনীয়, ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন না এমন ব্যক্তিদের ইসলাম নিয়ে খেয়াল-খুশি মতো মন্তব্য করা ধৃষ্টতার নামান্তর।
আমরা সংসদ সদস্যসহ দেশের সব নাগরিককে এ ধরনের কথাবার্তা ও কর্মকাণ্ড থেকে সতর্কভাবে বিরত থাকতে আহ্বান জানাই। ইসলাম ও মহানবী সা:কে নিয়ে যে যার মতো মন্তব্য করে ধর্মকে খেলো বানিয়ে ফেলার অধিকার কারো নেই। কেউ এ সীমা লঙ্ঘন করলে তাদের প্রত্যাখ্যান করার জন্য আলেম-ওলামা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে তিনি নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে আগামী শুক্রবার বাদ জুমা বাংলাদেশের সব মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করার জন্য আলেম-উলামা, নবীপ্রেমিক তাওহিদি জনতার প্রতি আহ্বান জানান।

শনিবার, ২ মার্চ, ২০১৩

যুদ্ধাপরাধ ট্রাইবুনাল

ক্যাপশন যুক্ত করুন
এবার জাতিসংঘ বলেছে যুদ্ধাপরাধ ট্রাইবুনাল আন্তজাতিক আইন লংঘন করেছে বলে মন্তব্য করেছেন।

দেশবাসী সাবধান থাকুন

প্রিয় মুসলিম ভাইয়েরা । মুসলমানদের ইমান নষ্ট করার জন্য নাস্তিকরা “ মাও: দেলোয়ার হোসাইন সাইদী “ কে  চাঁদে দেখা যাচ্ছে বলে গুজব রটাচ্ছে।সকল ধর্ম প্রাণ মুসলমানদের তাদের কুউদ্দেশ্য থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন।