জাগপা সভাপতি শফিউল আলম প্রধান এক বিবৃতিতে বলেছেন, গণজাগরণের আবরণে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের রাজধানীতে বৃদ্ধের সফেদ দাড়ি ধরে টানাটানির দৃশ্যও
পত্রপত্রিকায় দেখতে হচ্ছে।
পুলিশের উপস্থিতিতেই এ ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মুখে দাড়ি ও মাথায় ...টুপি থাকা কী অপরাধ—দেশবাসী জানতে চায়?
প্রধান বলেন, জয়বাংলা ও পরাজয়বাদী বাকশাল দর্শনের মাজেজা কি নিশ্চয়ই দেশবাসী এখন তা অনুধাবন করছেন। ’৭৫-এ পরাজিত বাকশালের প্রেতাত্মারা আবারও মাথাচাড়া দেয়ার পাঁয়তারায় লিপ্ত। হিন্দুস্তানের এ চিহ্নিত দালালরা আমাদের স্বাধীনতা, স্বাতন্ত্র্য, গণতন্ত্র ও ধর্মীয় অস্তিত্বের ভিত্তিমূলে আঘাত হানতে চায়। পঞ্চমবাহিনী ও মীর জাফরদের এ দেশবিনাশী চক্রান্ত এখনই রুখতে হবে। ’৭৫-এর মহান ৭ নভেম্বরের বিপ্লবী চেতনা বাংলাদেশ জিন্দাবাদ আওয়াজ তুলে এখনই জেগে ওঠার সময়। তিনি সরকার ও জয়বাংলাওয়ালাদের সতর্ক করে বলেন, আর যাই করুন ইসলাম-মুসলমান ও দাড়ি-টুপিতে হাত দেবেন না। এর পরিণতি হবে খুবই ভয়ঙ্কর।
পুলিশের উপস্থিতিতেই এ ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মুখে দাড়ি ও মাথায় ...টুপি থাকা কী অপরাধ—দেশবাসী জানতে চায়?
প্রধান বলেন, জয়বাংলা ও পরাজয়বাদী বাকশাল দর্শনের মাজেজা কি নিশ্চয়ই দেশবাসী এখন তা অনুধাবন করছেন। ’৭৫-এ পরাজিত বাকশালের প্রেতাত্মারা আবারও মাথাচাড়া দেয়ার পাঁয়তারায় লিপ্ত। হিন্দুস্তানের এ চিহ্নিত দালালরা আমাদের স্বাধীনতা, স্বাতন্ত্র্য, গণতন্ত্র ও ধর্মীয় অস্তিত্বের ভিত্তিমূলে আঘাত হানতে চায়। পঞ্চমবাহিনী ও মীর জাফরদের এ দেশবিনাশী চক্রান্ত এখনই রুখতে হবে। ’৭৫-এর মহান ৭ নভেম্বরের বিপ্লবী চেতনা বাংলাদেশ জিন্দাবাদ আওয়াজ তুলে এখনই জেগে ওঠার সময়। তিনি সরকার ও জয়বাংলাওয়ালাদের সতর্ক করে বলেন, আর যাই করুন ইসলাম-মুসলমান ও দাড়ি-টুপিতে হাত দেবেন না। এর পরিণতি হবে খুবই ভয়ঙ্কর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন