BREAKING NEWS

সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৩

জাগপা সভাপতি শফিউল আলম প্রধান

জাগপা সভাপতি শফিউল আলম প্রধান এক বিবৃতিতে বলেছেন, গণজাগরণের আবরণে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের রাজধানীতে বৃদ্ধের সফেদ দাড়ি ধরে টানাটানির দৃশ্যও পত্রপত্রিকায় দেখতে হচ্ছে।
পুলিশের উপস্থিতিতেই এ ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মুখে দাড়ি ও মাথায় ...টুপি থাকা কী অপরাধদেশবাসী জানতে চায়?
প্রধান বলেন, জয়বাংলা ও পরাজয়বাদী বাকশাল দর্শনের মাজেজা কি নিশ্চয়ই দেশবাসী এখন তা অনুধাবন করছেন। ৭৫-এ পরাজিত বাকশালের প্রেতাত্মারা আবারও মাথাচাড়া দেয়ার পাঁয়তারায় লিপ্ত। হিন্দুস্তানের এ চিহ্নিত দালালরা আমাদের স্বাধীনতা, স্বাতন্ত্র্য, গণতন্ত্র ও ধর্মীয় অস্তিত্বের ভিত্তিমূলে আঘাত হানতে চায়। পঞ্চমবাহিনী ও মীর জাফরদের এ দেশবিনাশী চক্রান্ত এখনই রুখতে হবে। ৭৫-এর মহান ৭ নভেম্বরের বিপ্লবী চেতনা বাংলাদেশ জিন্দাবাদ আওয়াজ তুলে এখনই জেগে ওঠার সময়। তিনি সরকার ও জয়বাংলাওয়ালাদের সতর্ক করে বলেন, আর যাই করুন ইসলাম-মুসলমান ও দাড়ি-টুপিতে হাত দেবেন না। এর পরিণতি হবে খুবই ভয়ঙ্কর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন